বাজিস-১০ : নড়াইলে মাছের রোগবালাই ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

141

বাজিস-১০
নড়াইল-প্রশিক্ষণ
নড়াইলে মাছের রোগবালাই ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ
নড়াইল,৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার লোহাগড়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বুধবার দিনব্যাপী ‘মাছ চাষে রোগ বালাই ও আহরণোত্তর ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উপজেলা মৎস্য অফিস সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমান। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দীন ইসলাম।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ২৮০জন মৎস্য চাষি এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আরো ৫টি ইউনিয়নের ২শ’ মৎস্য চাষিকে এ প্রশিক্ষণ দেয়া হবে। মাছের বিভিন্ন রোগ, মাছ আহরণের পর কি পদ্ধতি গ্রহণ করা হলে মাছের গুণগত মান অক্ষুণœ থাকবে সেসব বিষয় প্রশিক্ষণে আলোচনা করা হয়।
বাসস/সংবাদদাতা/মমআ/১৬৫৫/-নূসী