বাসস বিদেশ-৪ : ‘আমি এটা নির্মাণ করবই’ : সীমান্ত দেয়াল সম্পর্কে ট্রাম্প

182

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-রাজনীতি
‘আমি এটা নির্মাণ করবই’ : সীমান্ত দেয়াল সম্পর্কে ট্রাম্প
ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত দেয়াল নির্মাণ সম্পর্কে ডেমোক্র্যাটদের বিরোধীতা সত্ত্বেও মঙ্গলবার এ বিষয়ে তার অটল মনোভাব ব্যক্ত করে তা নির্মাণের ঘোষণা দেন। তিনি এ ব্যাপারে ‘একসাথে’ কাজ করা ও সীমান্ত নিরাপত্তায় একটি চুক্তি করার জন্যও কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্টেট অব ইউনিয়নের বার্ষিক ভাষণে দৃঢ়তার সঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি দেয়াল নির্মাণ করবই।’
তিনি আরো বলেন, ‘দেয়াল নির্মিত হবে। দেয়ালের মাধ্যমে মানুষের জীবন রক্ষা পাবে। তাই আসুন একসাথে কাজ করি। আসুন আমরা সমঝোতায় পৌঁছি এবং আমেরিকাকে সত্যিকার অর্থেই একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে একটি চুক্তি করি।’
সীমান্ত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অর্থছাড়ের ব্যাপারে দুপক্ষের সমঝোতায় পৌঁছানোর জন্য কংগ্রেসকে বেঁধে দেয়া সময়ের মাত্র ১০ দিন আগে তিনি এ আহ্বান জানালেন।
বাসস/কেএআর/১২৫০/জুনা