বাসস দেশ-২০ : বুড়িগঙ্গার তীরে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

166

বাসস দেশ-২০
বিআইডব্লিউটিএ- উচ্ছেদ
বুড়িগঙ্গার তীরে দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বুড়িগঙ্গা নদী তীর দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে।
এগুলোর মধ্যে একটি তিন তলা ভবন, পাঁচটি দোতলা ভবন, ২৮টি একতলা ভবন, আধাপাকা ঘর ২২টি এবং ১৫৫টি টংঘর হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের উচ্ছেদ পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে আজ থেকে পুনরায় অভিযান শুরু করেছে। এ অভিযান ১৯ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে।
উচ্ছেদ কার্যক্রমের প্রথম পর্যায়ে বিআইডব্লিউটি-এ ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ছোট বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
এগুলোর মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে।
ঢাকা সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দু’পাড়ে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ৫৬টি বহুতল ভবন রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী তীর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। নদীর সীমানা চিহ্নিত করে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ করা হবে, যাতে কেউ পুনরায় সেগুলো দখল করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হবে বলেও বিআইডব্লিউটি-এ জানায়।
বাসস/সবি/এফএইচ/১৯৩২/-জেজেড