বাসস দেশ-১৫ : দূষণমুক্ত ও পরিষ্কার বায়ুতে নিঃশ্বাস নিশ্চিত করতে বাণিজ্য মেলায় এসেছে এয়ার পিউরিফাইয়ার

166

বাসস দেশ-১৫
বাণিজ্য মেলা-ইলেকট্রনিক্স
দূষণমুক্ত ও পরিষ্কার বায়ুতে নিঃশ্বাস নিশ্চিত করতে বাণিজ্য মেলায় এসেছে এয়ার পিউরিফাইয়ার
ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : দূষণমুক্ত ও পরিস্কার বায়ুতে নিশ্বাস নিশ্চিত করতে স্যামসাং নিয়ে এসেছে তিনটি অত্যাধুনিক এয়ার পিউরিফাইয়ার ও নতুন মডেলের আপরাইট ফ্রিজার। এই নতুন পণ্যগুলো সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯-এ উদ্বোধন করা হয়েছে।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর সিই ডিভিশনের হেড অফ বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, এই এয়ার পিউরিফাইয়ারগুলো চার মাত্রার পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে ৯৯ভাগ পর্যন্ত অ্যালার্জেন, বড় ধূলি কণা, ক্ষতিকারক গ্যাস, অতি ক্ষুদ্র ধূলিকণা এবং জীবাণু শোধন করতে পারে।
তিনি বলেন, এটি স্বয়ংক্রিয়ভাবে দূষণের মাত্রা সনাক্ত করে শুদ্ধ বায়ু নিশ্চিত করতে নিজস্ব কার্যকরণ মাত্রা নির্ধারণ করে এবং নিঃশব্দে কাজ সম্পন্ন করে যেন ব্যবহারকারীদের কোন অসুবিধা না হয়।
শাহরিয়ার বলেন, “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবছরই আমরা কোন নতুন পণ্য আনার চেষ্টা করি। আমরা আশা করছি যে আমাদের এই নতুন পণ্য সম্ভার সবাই পছন্দ করবেন।”
বাসস/সবি/কেসি/১৮১৩/কেজিএ