বাজিস-৯ : নীলফামারীতে ৫ হাজার ৩০৫ ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম শুরু

144

বাজিস-৯
নীলফামারী-পুনর্বাসন
নীলফামারীতে ৫ হাজার ৩০৫ ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম শুরু
নীলফামারী, ৫ ফেব্রুয়ারী, ২০১৯ (বাসস) : জেলায় ৫ হাজার ৩০৫ জন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ওই পুনর্বাসনের মধ্য দিয়ে ভিক্ষুকমুক্ত হবে গোটা জেলা। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার ৬ উপজেলায় ৫ হাজার ৩০৫জন ভিক্ষুক্ষের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৯৯৪ জন, সৈয়দপুরে ৫৩৫ জন, কিশোরগঞ্জে ১ হাজার ২৫৪ জন, জলঢাকায় ৪০৮জন, ডিমলায় ৯৮৩ জন এবং ডোমারে ৫৭৪ জন। তাদের মধ্যে কিশোরগঞ্জ উপজেলার ১ হাজার ২৫৪ জনকে সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় পুর্নবাসন করা হয়েছে। অপর ৫ উপজেলার ৪ হাজার ৫১ জনকে পর্যায়ক্রমে পূর্ণবাসনের কাজ হাতে নেওয়া হয়েছে।
কার্যক্রম শুরুর ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে ববক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুইয়া।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণার লক্ষ্যে ভিক্ষাবৃত্তির সাথে জড়িতদের তালিকা প্রণয়ন করে তাদের চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে পুর্নবাসন করার উদ্যোগ নেয়া হয়েছে। বাসস/সংবাদদাতা/১৭১০/মরপা