বাজিস-৫ : মাগুরায় নসিমন থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

137

বাজিস-৫
মাগুরা-নিহত ১
মাগুরায় নসিমন থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
মাগুরা, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় আজ মঙ্গলবার সকালে দ্রুতগামি একটি স্যালো ইঞ্জিন চালিত নসিমন থেকে ছিটকে পড়ে আসাদুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমিনউদ্দিনের ছেলে। এ সময় রসুল (২২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছে।
মাগুরা সদর থানার এ এস আই মসলেম আলী জানান, সকাল ৮টার দিকে একটি নসিমনে করে প্রায় ১০ জন শ্রমিক মাগুরা থেকে কামারখালির দিকে যাচ্ছিলেন। এ সময় সদরের বেলনগর এলাকায় দ্রুতগতির নসিমনটি হঠাৎ ব্রেক করলে মহাসড়কের উপর ছিটকে পড়ে আসাদুল ও রসুল। মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হলে তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে আসাদুল মারা যায়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৪০৫/জহ/নূসী