বাজিস-১০ : নীলফামারীতে ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু

296

বাজিস-১০
নীলফামারী-মেলা
নীলফামারীতে ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু
নীলফামারী, ৪ ফেব্রুয়ারী, ২০১৯ (বাসস) : জেলায় শুরু হয়েছে তিনদিনের কৃষি প্রযুক্তি মেলা। আজ সোমবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘বর্তমান সরকার কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আজকে ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ, সবজি চাষে তৃতীয়, মাছ চাষে চতুর্থ এবং আম চাষে সপ্তম অবস্থানে রয়েছে। আগামীতে বাংলাদেশ সব ক্ষেত্রে প্রথম অবস্থানে থাকবে’।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অর্থায়নে ওই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। মেলায় কৃষি প্রযুক্তির ৩০টি স্টল স্থান পেয়েছে।
এর আগে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিক্ষুক মুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পরে নীলসাগরে ভিশন-২০২১ আয়োজিত বনভোজনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/২০২৫/মরপা