বাসস দেশ-২২ : রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস ইন্দোনেশিয়ার : পররাষ্ট্রমন্ত্রী

114

বাসস দেশ-২২
পররাষ্ট্রমন্ত্রী-সাক্ষাৎ
রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস ইন্দোনেশিয়ার : পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি আঞ্চলিক ও বহুপাক্ষিক কাঠামোর আওতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আরো কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আজ সোমবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময়ে ইন্দোনেশিয়ার মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা এ মাসেই শুরু হচ্ছে জেনে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে।
এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকারের অনুমোদন ত্বরান্বিত করার জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন আব্দুল মোমেন।
এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইট কেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবে।
বাসস/সবি/বিকেডি/১৯৩৭/এএএ