বাসস ক্রীড়া-১২ : কুমিল্লার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ রংপুর

104

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিপিএল
কুমিল্লার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ রংপুর
ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
লিগ পর্বে ১২টি করে ম্যাচ খেলে সমান ১৬ পয়েন্ট সংগ্রহ করেছিলো রংপুর ও কুমিল্লা। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ছিলো তারা। তবে রান রেটে এগিয়ে থেকে শীর্ষস্থান পায় রংপুর। টুর্নামেন্টের নিয়মনুযায়ী এ ম্যাচের বিজয়ী দল চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে। সেখানে ইতোমধ্যে নাম লিখিয়েছে গেলবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইটস। আজ দিনের প্রথম ও টুর্নামেন্টের একমাত্র এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকা।
দল:
রংপুর একাদশ: মাশরাফি,মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, সোহাগ গাজী, ক্রিস গেইল, রবি বোপারা, রিলি রুশো, বেনি হাওয়েল।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফ উদ্দিন, সঞ্জিত সাহা, শামসুর রহমান, মেহেদি হাসান, ওয়াহাব রিয়াজ, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা।
বাসস/এএসজি/এএমটি/১৮২৫/স্বব/