মালদ্বীপের ৪ নাগরিককে গ্রেফতার করেছে শ্রীলংকা

352

কলম্বো, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকার কর্তৃপক্ষ দেশটির প্রধান বিমানবন্দরের কাছে অবৈধভাবে ড্রোন উড়ানোর দায়ে মালদ্বীপের চার নাগরিককে গ্রেফতার করেছে।
পুলিশের বিবৃতিতে রোববার এ কথা বলা হয়।
সূত্র মতে, শনিবার রাতে বন্দরেনায়েক আর্ন্তজাতিক বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা অঞ্চলে ওই চারজনকে ড্রোন উড়াতে দেখা গেছে। তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, তারা ড্রোনের সাহায্যে বিমানবন্দরের ছবি তুলছিল। সন্দেহভাজনদের বয়স ১৯ থেকে ২৩ বছর।
এদিকে দেশটির ৭১তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র শ্রীলংকায় আসার মাত্র কয়েকঘন্টা আগে গ্রেফতারের ঘটনাটি ঘটে।