বাসস দেশ-৩৩ : বিডায় এনআরবি প্রকৌশলীদের সাথে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক ফলো-আপ সভা অনুষ্ঠিত

290

বাসস দেশ-৩৩
বিডা-ফলো-আপ-সভা
বিডায় এনআরবি প্রকৌশলীদের সাথে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক ফলো-আপ সভা অনুষ্ঠিত
ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেছেন, বিনিয়োগের মাধ্যমে অনিবাসী বাংলাদেশি (এনআরবি) প্রকৌশলীদের অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে অবদানে সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে। এলক্ষ্যে আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এনআরবি প্রকৌশলীদের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সফল করতে সকলকে একসাথে কাজ করতে হবে। আজ বিডা কার্যালয়ে এনআরবি প্রকৌশলীদের সাথে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক একটি ফলো-আপ সভায় সভাপতির বক্তৃতায় বিডা নির্বাহী চেয়ারম্যান এসবকথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ধীন বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনআরবি প্রকৌশলী সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হল, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী এনআরবি প্রকৌশলীদের বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করা।
কাজী আমিনুল ইসলাম বলেন, অনিবাসী বাংলাদেশীদের কাছে এমন প্রকল্পের তালিকা তুলে ধরতে হবে যা প্রকৃত অর্থে প্রায়োগিক হবে। সম্ভাব্য বিনিয়োগকারীরা যেন বিনিয়োগক্ষেত্র সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারে সেজন্য কার্যকর ও টেকসই ধারণাপত্র তৈরী করতে হবে। এ জন্য তিনি চেম্বারগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ারও আহবান জানান। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, উন্নয়ন কাজে সম্পৃক্ততার জন্য বাংলাদেশে যেসব বিনিয়োগ সুবিধা রয়েছে বা ভবিষ্যতে সৃষ্টি হবে, তা বিস্তারিতভাবে জানতে পারলে অনাবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়ন কর্মকান্ডে তাদের পছন্দমতো বিনিয়োগ করতে পারবেন।
এ টু আই প্রতিনিধি বলেন, যে কাজগুলো আসলেই বাস্তবায়ন করতে চাই, সেগুলো নিয়েই প্রস্তাব করতে হবে।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, এ টু আই, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই), এমসিসিআই, বি২বি, বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমএন/২০৩৭/কেএমকে