বাজিস-৮ : সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে স্বেচ্ছাসবী সেবাদান কার্যক্রমের উদ্বোধন

303

বাজিস-৮
সৈয়দপুর-উদ্বোধন
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে স্বেচ্ছাসবী সেবাদান কার্যক্রমের উদ্বোধন
নীলফামারী, ৩ ফেব্রুয়ারী, ২০১৯ (বাসস) : জেলার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিতকরণে স্বেচ্ছাসেবীদের সহযোগীতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার এসোসিয়েশন (সুভা)’ এ কার্যক্রম গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘আর্তজনদের পাশে আমরা সাহায্যকারী’ স্লোগানে আজ রোববার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম গোলাম কিবরিয়া, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আরিফুর হক সোহেল, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুরের সাধারণ সম্পাদক নওশাদ আনসারী, গরীব চিকিৎসা সেবার মো. হাফিজুর রহমান, খন্দকার আবিদা সুলতানা, জিনাত আরা জিতু প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৯৫০/মরপা