বাসস সংসদ-৫ : প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে : জাকির হোসেন

137

বাসস সংসদ-৫
প্রশ্নোত্তর-জাতীয় শিক্ষা নীতি
প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে : জাকির হোসেন
সংসদ ভবন, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আজ সংসদে বিরোধীদলের সদস্য মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ভাল ভৌতকাঠামো ও পর্যাপ্ত শিক্ষা উপকরণ রয়েছে এরকম ৮০৭টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি, ৭২৩টি বিদ্যালয়ে ৭ম শ্রেণি এবং ৬৫২টি বিদ্যালয়ে ৮ম শ্রেণি চালু করার অনুমতি প্রদান করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে জাতীয় শিক্ষানীতি-২০১০ আলোকে প্রাথমিক শিক্ষা ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রসারিত করার বাস্তবতা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত বা সুপারিশ প্রদানের জন্য সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট কমিটি কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বন্ধ করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।
বাসস/এমআর/১৮৫০/বেউ/-আরজি