বাসস সংসদ-২ : প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১শ’ জন : জাকির হোসেন

148

বাসস সংসদ-২
প্রাথমিক শিক্ষা-শিক্ষার্থী
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১শ’ জন : জাকির হোসেন
সংসদ ভবন, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : দেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১শ’ জন।
আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নেরে জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক বিদ্যালয় শুমারির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, শুমারি অনুযায়ী দেশে ১ লাখ ৩৪ হাজার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৯৩টি। আর বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত।
তিনি আরো জানান, এসব প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ৩২ লাখ ৩২ হাজার ৮৬০ জন, দ্বিতীয় শ্রেণীতে ৩৪ লাখ ৬৫ হাজার ৪৩৬ জন, তৃতীয় শ্রেণীতে ৩৭ লাখ ১৮ হাজার ৭৮৮ জন চতুর্থ শ্রেণীতে ৩৮ লাখ ২৫ হাজার ২১৮ জন এবং পঞ্চম শ্রেণীতে ৩০ লাখ ৯৫ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী রয়েছে।
সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যালয়হীন গ্রামে ১ হাজার ৫শ’ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১ হাজার ৪৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কার্যক্রম চালু রয়েছে।
বাসস/এমআর/১৮১০/বেউ/-আরজি