বাসস দেশ-১৯ : বেসামরিক কর্মকর্তা-কর্মচারির সন্তানদের সংবর্ধনা

121

বাসস দেশ-১৯
জিপিএ-৫-সংবর্ধনা
বেসামরিক কর্মকর্তা-কর্মচারির সন্তানদের সংবর্ধনা
ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদেরকে সম্প্রতি সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ঢাকা সেনানিবাস্থ শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
তারা ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করা হয়।
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক ফেরদৌস উদ্দিন আহমদ এবং বাহিনী সদর ও আন্ত:বাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক-কর্মকর্তা কর্মচারী ও কৃতী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৭৪৩/কেকে