বাজিস-৫ : চাঁদপুরে ৫০ ভরি স্বর্ণ ২৩৮ ভরি রুপাসহ ২ জন গ্রেফতার

138

বাজিস-৫
চাঁদপুর-গ্রেফতার
চাঁদপুরে ৫০ ভরি স্বর্ণ ২৩৮ ভরি রুপাসহ ২ জন গ্রেফতার
চাঁদপুর, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের একটি বাসা থেকে চুরি হওয়ার ঘটনায় ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মো. ইসমাইল (২৪) ও অমল দেবনাথকে (২৮)।
রোববার দুপুরে চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।
এর আগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসমাইল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র এবং অমর দেবনাথ একই উপজেলার আলিকামুড়া গ্রামের মনিন্দ্র দেবনাথের পুত্র।
চাঁদপুর সদর থানা পুলিশ জানায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচ তলা থেকে সাইফুল ইসলামের বাসার জানালা ও বারান্দার গ্রিল কেটে আলমিরা থেকে ২৬ ভরি স্বর্ণ, দুই ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও দুই লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অনন্তুপুর থেকে মো. ইসমাইল ও কুমিল্লার চান্দিনা থেকে অমল দেবনাথকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।
গ্রেফতার হওয়া ২ আসামীকে আদালতে পাঠানো হয়েছে
বাসস/সংবাদদাতা/১৬১০/মরপা