বাজিস-৪ : মাদারীপুরে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৬ জনকে অব্যাহতি

111

বাজিস-৪
মাদারীপুর-অব্যাহতি
মাদারীপুরে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৬ জনকে অব্যাহতি
মাদারীপুর, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে দুই সহকারী কেন্দ্র সচিবসহ ৬ জনকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম তাদেরকে অব্যাহতি দেন। তারা হলেন, খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব আবুল কালাম মোল্লা, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসে, হল সুপার সালাউদ্দিন আহম্মেদ, মো. সেলিম মিয়া এবং ইনভিজিলেটর সহকারী শিক্ষক এমদাদ হোসেন, সমতল গাইন।
২০১৯ সালের এসএসসি পরীক্ষায় খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে ৬শ’ ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে অন্তত ১শ’ ৮০জন শিক্ষার্থীকে ২০১৮ সালের পুরনো সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই বিষয়ে প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোন গুরুত্ব দেয়া হয়নি। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একত্রে হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় দুইঘন্টা পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আশ^াস দিলে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় রোববার সহকারী দুই কেন্দ্র সচিবসহ ৬ জনকে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/১৬০৫/মরপা