বাসস দেশ-৮ : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ৮

136

বাসস দেশ-৮
দুর্ঘটনা-হতাহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ৮
চট্টগ্রাম. ৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কে আজ এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
পটিয়া থানার এএসআই মোহাম্মদ সোহাগ জানান, রোববার সকাল ৮ টার দিকে উপজেলার ভাইয়ার দীঘির পাড় এলাকায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আনোয়ার হোসেন (৪০), শাহজাহান (৩০) ও মাইক্রোবাসের চালক সাকিব (২২)।
অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫ বছর। পুলিশ ধারণা করছে, সে চালকের সহযোগী হতে পারে।
সোহাগ জানান, ‘সংঘর্ষের পর মাইক্রোবাসটি রাস্তার ঢালে বাসটির নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের পটিয়া ও সাতকানিয়া স্টেশন উদ্ধার অভিযান চালায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ‘পটিয়া থেকে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
তারা হলেনÑ আলী আহমদ (৪০), ফরহাদ (২৫), ইরফান (৩৫), আহমদ হোসেন (৫৫), রাশেদুল ইসলাম (৩২), হাসান (২৫), দিলীপ (৫০), নাসির উদ্দিন (৪৫), তৌকির আহমদ (১৫), সাকিব (২২) এবং ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক।
এরমধ্যে মাইক্রোবাসের চালক সাকিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সাতকানিয়ার নতুন হাট এলাকার ইছাক মিয়ার ছেলে।
আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাসস/ডিবি/এফএইচ/১৬০০/এমএবি