বাসস দেশ-৩১ : টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

306

বাসস দেশ-৩১
স্বরাষ্ট্রমন্ত্রী-ভিত্তিপ্রস্তর স্থাপন
টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশে টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সে ধরণের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে ঢাকা অফিসার্স ক্লাবে সালাম ষ্টিল কনকাস্ট রি-রোলিং মিলস লিমিটেডের ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী সচেষ্ট।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, ‘ সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয়না, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত।
তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএমবি/২০২৫/-জেজেড