বাসস দেশ-১৫ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই : শিল্প প্রতিমন্ত্রী

129

বাসস দেশ-১৫
কামাল-ক্রীড়া পুরস্কার
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই : শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও শক্তিশালী করতে হবে।
আজ ঢাকার কাফরুলে ইবরাহিমপুর সালাহউদ্দিন শিক্ষালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল হক ভূঁইয়া বাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কামাল আহমেদ বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। কারিগরি শিক্ষা বেকারত্বের অভিশাপ থেকে যুবকদের রক্ষা করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে, যাতে দেশ ও জনগণের কল্যাণে তারা অবদান রাখতে পারে।
শিক্ষার্থীরা যাতে মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য সর্বক্ষণ সচেতন ও সজাগ থাকার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিবছর বছরের শুরুতে নতুন বই বিনামূল্যে প্রদান করছে। বিশ্বের কোথাও এত বড় কাজ করা সম্ভব হয়নি। শহর ও গ্রামে শিক্ষার মানে কোন ভেদাভেদ নয়, সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ক্লাসে শিক্ষার মান বৃদ্ধিতে গত ১০ বছরে বহু শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে।
বাসস/সবি/এমএআর/১৭১৫/জেহক