বাসস দেশ-১৪ : ঢাবি শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

124

বাসস দেশ-১৪
ঢাবি-শামসুন নাহার হল
ঢাবি শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন নাহার হলের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় দর্শন বিভাগের ৩য় বর্ষের (সম্মান) শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুনা চ্যাম্পিয়ন এবং মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের (সম্মান) শিক্ষার্থী ইফরাত রানার্স-আপ হয়েছেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
অনুষ্ঠানে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও পরিচালক অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, ঢাবি এ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসই/১৭১০/কেজিএ