বাসস দেশ-১২ : সুস্থ মন ও সুস্থ শরীর গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

157

বাসস দেশ-১২
ক্রীড়া প্রতিযোগিতা-উদ্বোধন
সুস্থ মন ও সুস্থ শরীর গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নেত্রকোনা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, সুস্থ মন ও সুস্থ শরীর গঠন করতে হলে লেখাপড়ার পাশাপশি খেলাধুলাও করতে হবে। কারণ সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে।
আজ শনিবার সকালে মোক্তারপাড়াস্থ নেত্রকোনা মধুমাছি বিদ্যানিকেতনের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশরাফ আলী খান খসরু বলেন, শিক্ষার উন্নয়নের জন্য সরকার যে কাজ করেছে, তার কোন তুলনা নেই। বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। বেতন বৈষম্য দূর করেছেন।
বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাসেল মাহ্মুদ।
এর আগে মন্ত্রী নেত্রকোনা জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৭০০/কেজিএ