বাসস দেশ-৬ : সিলেটে মৃদু ভূমিকম্প

122

বাসস দেশ-৬
সিলেট-ভূমিকম্প
সিলেটে মৃদু ভূমিকম্প
সিলেট, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সিলেটে আজ সকাল ৮টা ৩০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
কয়েক সেকেন্ড স্থায়িত্বের এই কম্পনে কেঁপে উঠে নগরীসহ সিলেট অঞ্চলের বৃহৎ অংশ।
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে শব্দ করে ভবনগুলো কেঁপে ওঠে। এসময় আতঙ্কে অনেককে ছুটাছুটি করতে দেখা গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ২ দশমিক ৯। যার উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে ৪০ কিলোমিটার উত্তরে ভারত বাংলাদেশ সীমান্ত ডাউকি এলাকা বলে তিনি জানান।
বাসস/এমএএম/এমএসএইচ/১৫৫৫/-আরজি