বাসস ক্রীড়া-১৩ : রংপুরের বোলারদের তোপে ৭২ রানেই অলআউট কুমিল্লা

139

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিপিএল
রংপুরের বোলারদের তোপে ৭২ রানেই অলআউট কুমিল্লা
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৭২ রানে গুটিয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় কুমিল্লা। ব্যাট হাতে নেমেই রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে তারা। তাই নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে কুমিল্লা। ফলে ১৬ দশমিক ৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় তারা।
দলের পক্ষে তিন জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। জিয়াউর রহমান ২১, লিয়াম ডসন ১৮ ও শামসুর রহমান ১২ রান করে ফিরেন।
রংপুরের পক্ষে ইংল্যান্ডের রবি বোপারা ৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদুল ইসলাম ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৭২/১০, ১৬.৩ ওভার (জিয়াউর রহমান ২১, লিয়াম ডসন ১৮, বোপারা ৩/৭)।
বাসস/এএসজি/এএমটি/১৫০৫/স্বব