চীনের সাথে গঠনমূলক সম্পর্ক গড়তে চান ভেনিজুয়েলার গুয়াইদো

268

বেইজিং, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক : ভেনিজুয়েলার আত্ম-স্বীকৃত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো চীনকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্মান জানাবেন এবং যত শিগগিরই সম্ভব বেইজিংয়ের সাথে সংলাপ শুরু করতে প্রস্তুত রয়েছেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে গুয়াইদোর যে রাজনৈতিক চ্যালেঞ্জ চলছে তাতে ভেনিজুয়েলার প্রধান ঋণদাতা দেশ চীনের সাথে সম্পর্কের বিরোধ দেখা দেবে কিনা এমন প্রশ্ন উঠায় গুয়াইদো শনিবার সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত বক্তব্যে এ কথা বলেন।
গত সেপ্টেম্বর মাসে মাদুরো চীন সফর করেন। ওই সময় তিনি জ্বালানি ও স্বর্ণ খনি বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেন এবং অর্থনৈতিক সংকটে থাকা দেশটির জন্য বেইজিংয়ের সমর্থন চান।
ওই সংবাদপত্রকে ই-মেইলে পাঠানো এক সাক্ষাতকারে ৩৫ বছর বয়সী বিরোধী দলীয় নেতা গুয়াইদো বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি জোরদারে এবং ভবিষ্যৎ উন্নয়নে চীনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘আমরা যত দ্রুত সম্ভব চীনের সাথে একটি গঠনমূলক সম্পর্ক ও সংলাপ শুরু করতে প্রস্তুত রয়েছি।’
কারাকাসে বিক্ষোভের মধ্যেই গুয়াইদো গত সপ্তাহে নিজেকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন।
এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলসহ বিশ্বের অনেক দেশ গুয়াইদোকে সমর্থন জানালেও এখন পর্যন্ত চীন কোন পক্ষ নিতে অস্বীকৃতি জানিয়েছে।