বাসস বিদেশ-৭ : ইরানে হামলায় রিভোল্যুশনারি গার্ডের ১ সদস্য নিহত, আহত ৫

141

বাসস বিদেশ-৭
ইরান-অস্থিরতা
ইরানে হামলায় রিভোল্যুশনারি গার্ডের ১ সদস্য নিহত, আহত ৫
তেহরান, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার সশস্ত্র হামলায় দেশটির এলিট বাহিনী রিভোল্যুশনারি গার্ডস এর এক সদস্য নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা একথা জানিয়েছে।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ হামলা চালানো হয়। অঞ্চলটিতে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী বেলুচ ও জিহাদিরা প্রায়ই সীমান্ত পার হয়ে হামলা চালায়।
সীমান্তবর্তী প্রদেশটিতে বিপুল সংখ্যক জাতিগত বেলুচ সম্প্রদায়ের লোক বাস করে। এদের অধিকাংশই সুন্নী সম্প্রদায়ের লোক।
ইরনা জানায়, দুষ্কৃতকারীরা সীমান্ত থেকে কিছু দূরে নিকশাহর শহরে বাসিজ মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালায়।
নিকশাহরের প্রসিকিউটর মোহসিন গোলমোহাম্মাদি আধা সরকারি সংবাদ সংস্থা ওয়াইজেসিকে বলেন, ‘এই হামলায় মোর্তজা আলি-মোহাম্মাদি নামে এক সদস্য শহীদ হয়েছেন ও অপর পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
জিহাদি গোষ্ঠী জইশ আল-আদল (ন্যায়ের সৈন্য) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সংগঠনটি ইরানে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভূক্ত।
বাসস/কেএআর/১৪১৩/জুনা