বাসস দেশ-৩ : বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্বারোপ করেছে : পররাষ্ট্র মন্ত্রী

158

বাসস দেশ-৩
বেকারত্ব-প্রশিক্ষণ
বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্বারোপ করেছে : পররাষ্ট্র মন্ত্রী
সিলেট, ২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, সরকার শিক্ষিত বেকারদের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।
মন্ত্রী আজ সিলেটের মুরারি চাঁদ কলেজে (এম সি কলেজ) অডিটোরিয়ামে ‘কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘দেশের জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পদকে কাজে লাগাতে না পারলে তা অভিশাপে পরিণত হয়। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য এবং দেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৩৪০/-এমএবি