নেপালী সন্দ্বীপের রেকর্ড

381

দুবাই, ১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের সন্দ্বীপ জোরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন টি-২০ সিরিজে গত রাতে প্রথম ম্যাচে ১৭ বছর ১০৩ দিনে হাফ-সেঞ্চুরি করেন জোরা। ফলে বিশ্বরেকর্ডের মালিক হয়ে যান জোরা। এত দিন আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে হাফ-সেঞ্চুরির রেকর্ডটি দখলে ছিলো কানাডার হিরাল প্যাটেলের। ১৮ বছর ১৭৭ দিনে টি-২০তে হাফ-সেঞ্চুরি করেছিলেন প্যাটেল।
জোরার বিশ্বরেকর্ডের দিন সংযুক্ত আরব আমিরাতের কাছে ২১ রানে ম্যাচ হারে নেপাল। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ৭ উইকেটে ১৩২ রানে থামে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন জোড়া। ৩টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে নিজের অনবদ্য ইনিংসটি সাজান জোরা।