বাসস দেশ-১৩ : বন্ধ থাকা সরকারি সব শিল্প কারখানা চালু করার উদ্যোগ নেয়া হবে : শিল্প প্রতিমন্ত্রী

183

বাসস দেশ-১৩
শিল্প প্রতিমন্ত্রী- জনসভা
বন্ধ থাকা সরকারি সব শিল্প কারখানা চালু করার উদ্যোগ নেয়া হবে : শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, অলাভজনক শিল্পখাতসমূহকে লাভজনক খাতে পরিণত করা এবং বন্ধ থাকা সরকারি সব শিল্প কারখানা চালু করার উদ্যোগ নেয়া হবে।
আজ মিরপুরের হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ একথা বলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন তার প্রতি দেশের জনগণ অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, জনগণের রায় মেনে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া দেশের উন্নয়ন কর্মকান্ড নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। শিল্পখাতে কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না বলে তিনি উল্লেখ করেন।
বাসস/সবি/এমএআর/১৮৫৫/এএএ