বার্নস-হেডের সেঞ্চুরিতে প্রথম দিনই রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

253

ক্যানবেরা, ১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার জো বার্নস ও ট্রাভিস হেড। তাদের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠেছে স্বাগতিকরা। বার্নসের অপরাজিত ১৭২ ও হেডের ১৬১ রানের সুবাদে প্রথম দিন শেষে ৮৭ ওভারে ৪ উইকেটে ৩৮৪ রান করেছে অস্ট্রেলিয়া।
ক্যানবেরাতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। প্রথমে ব্যাট করার সুযোটা শুরুতে ভালোভাবে কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মার্কাস হ্যারিস ১১, উসমান খাজা শুন্য রানে শিকার হন শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দোর। চার নম্বরে নামা মার্নাস লাবুশেনে নামের পাশে ৬ রান রেখে শ্রীলংকার হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা ডান-হাতি পেসার চামিকা করুনারতেœর বলে আউট হন।
৯ ওভারের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে এরপর সামনের দিকে এগিয়ে নেন আরেক ওপেনার বার্নস ও পাঁচ নম্বরে নামা হেড। শ্রীলংকার বোলারদের বিপক্ষে এ জুটি দেখেশুনে খেলতে থাকলে মধ্যাহ্ন-বিরতির আগে আর কোন উইকেট হারাতে হয়নি অস্ট্রেলিয়াকে।
এমনকি দ্বিতীয় সেশনেও শ্রীলংকার বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেন বার্নস ও হেড। তাই ৩ উইকেটে ২২০ রান নিয়ে চা-বিরতিতে যায় অসিরা। এই সেশনে ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন বার্নস। ৯১ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন হেড। তবে চা-বিরতি থেকে ফিরেই ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন হেড।
সেঞ্চুরির পরও নিজেদের ব্যাটিং কারিশমা দেখাতে থাকেন বার্নস ও হেড। তবে দলীয় ৩৩৬ রানে এই জুটিতে ভাঙ্গন ধরান শুরুতে দুই উইকেট নেয়া শ্রীলংকার ফার্নান্দো। ২১টি চার ও ১টি ছক্কায় ২০৪ বলে ১৬১ রানে থেমে যান হেড। শ্রীলংকার বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৩০৮ রানের জুটি গড়ের বার্নস ও হেড।
হেড থেমে গেলেও, দিন শেষে ক্যারিয়ার সেরা ১৭২ রানে অপরাজিত থাকেন বার্নস। ২৪৩ বল মোকাবেলা করে ২৬টি চারে নিজের ইনিংসটি সাজান তিনি । বার্নসের সাথে ২৫ রান নিয়ে ক্রিজে আছেন কুরটিস প্যাটারসন। শ্রীলংকার ফার্নান্দো ৯৯ রানে ৩ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩৮৪/৪, ৮৭ ওভার (বার্নস ১৭২*, হেড ১৬১, ফার্নান্দো ৩/৯৯)।