প্রথম দিনই অলআউট ইংল্যান্ড

241

অ্যান্টিগা, ১ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই ১৮৭ রানে অলআউট হয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। দিন শেষে ব্যাট হাতে নেমে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৩০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১০ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ইনিংসের শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে তারা। ৯৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বেকাদায় পড়ে যায় ইংল্যান্ড। এরমাঝেও লড়াই করার চেষ্টা করেছিলেন জনি বেয়ারস্টো ও মঈন আলী। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন। বেয়ারস্টো ৫২ ও মঈন ৬০ রান করেন। এছাড়া উইকেটরক্ষক বেন ফোকস ৩৫ ও বেন স্টোকস ১৪ রান করে থামেন। আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা পেরোতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ৪টি ও শ্যানন গাব্রিয়েল ৩টি উইকেট নেন।
দিনের শেষে ব্যাট হাতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ১১ ও জন ক্যাম্পবেল ১৬ রানে অপরাজিত আছেন।