ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

250

দুবাই, ১ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের দু’টি ম্যাচ হলো বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহনকারী দলগুলোর জন্য প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষনা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূল লড়াই শুরুর আগে পাঁচদিন ২৪-২৮ মে চলবে প্রস্তুতি ম্যাচগুলো।
কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ২৬ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ ২৮ মে একই ভেন্যুতে ভারতের বিপক্ষে।
টুর্নামেন্টে অংশ নেয়া ১০টি দলই দু’টি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, হ্যাম্পাশায়ার বোল ও ওভালে।
বিশ্বকাপ ম্যানেজিং ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি বলেন, ‘মূল লড়াইয়ের আগে বিশ্বমানের খেলোয়াড়দের লড়াই দেখার ভালো সুযোগ পাবে ক্রিকেট ভক্তরা।’
প্রস্তুতি ম্যাচগুলো অফিসিয়াল মর্যাদা পাবে না। প্রত্যকটি ম্যাচই হবে ৫০ ওভারের। তাই স্কোয়াডে থাকা ১৫জন খেলোয়াড়কেই ম্যাচে ঘুড়িয়ে ফিরিয়ে খেলাতে পারবে দলগুলো।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু
২৪ মে ২০১৯ পাকিস্তান-আফগানিস্তান ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড
২৪ মে ২০১৯ শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম
২৫ মে ২০১৯ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া হ্যাম্পাশায়ার বোল
২৫ মে ২০১৯ ভারত-নিউজিল্যান্ড ওভাল
২৬ মে ২০১৯ দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড
২৬ মে ২০১৯ পাকিস্তান-বাংলাদেশ কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম
২৭ মে ২০১৯ অস্ট্রেলিয়া-শ্রীলংকা হ্যাম্পাশায়ার বোল
২৭ মে ২০১৯ ইংল্যান্ড-আফগানিস্তান ওভাল
২৮ মে ২০১৯ ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড
২৮ মে ২০১৯ বাংলাদেশ-ভারত কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম