বাসস ক্রীড়া-৩ : জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় ভারত ও নিউজিল্যান্ড

201

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ওয়ানডে
জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় ভারত ও নিউজিল্যান্ড
ওয়েলিংটন, ১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামী ৩ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। জয় দিয়ে সিরিজ করাই মূল লক্ষ্য দু’দলের। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত। চতুর্থ ম্যাচে দুর্দান্ত এক জয়ে সিরিজে ব্যধান কমায় নিউজিল্যান্ড। তবে সিরিজের শেষ ম্যাচে জয় চাইছে দু’দল। ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে ভারত। তাই প্রথম ম্যাচ জিততে মোটেও সমস্যা হয়নি তাদের। প্রথম ম্যাচে লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেনি নিউজিল্যান্ড। তাই হেসেখেলেই ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। নিউজিল্যান্ডে আসার আগে অস্ট্রেলিয়া সফর করেছিলো ভারত। সেখান থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় করে এসেছিলো বিরাট কোহলির দল। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের মাটিতেও দাপট দেখায় ভারত।
সিরিজের প্রথম তিনটি ওয়ানডে যথাক্রমে ৮ উইকেটে, ৯০ রানে ও ৭ উইকেটে জিতে ভারত। তাই দু’ম্যাচ বাকী রেখেই সিরিজ জিতে নেয় ভারত। সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বপ্ন বুনে ভারত। কিন্তু ভারতের স্বপ্ন চুরমার করে দিয়েছে নিউজিল্যান্ড।
হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে নিউজিল্যান্ড। বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের তোপের মুখে অসহায় আত্মসমর্পন করে ভারতের ব্যাটসম্যানরা। মাত্র ৯২ রানেই অলআউট হয় ভারত। ২১ রানে ৫ উইকেট নেন বোল্ট। এরপর ৯৩ রানের সহজ টার্গেট ৮ উইকেট ও ২১২ বল বাকী রেখে স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। সিরিজে প্রথম জয়ে পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কিউইরা। তাই সিরিজের শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বলেন, ‘চতুর্থ ম্যাচের জয়টি সত্যিই অসাধারন ছিলো। বোল্ট দারুন বল করেছে। পাশাপাশি কলিন ডি গ্র্যান্ডহোমও। এমন জয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। আমরা জানি ভালো করার সামর্থ্য দলের রয়েছে। আশা করবো ভালো খেলার ধারাবাহিকতা সিরিজের শেষ ম্যাচেও অব্যাহত থাকবে।’
অন্য দিকে হোয়াইটওয়াশের স্বপ্ন শেষ হয়ে গেলেও, সিরিজের শেষ ম্যাচে জয় চাইছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা, ‘চতুর্থ ম্যাচে আমাদের পারফরমেন্স ভালো হয়নি। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা হতাশার। একসাথে সবাই খারাপ করেছি। ঐ স্মৃতি নিয়ে আমরা ভাবছি না। আমাদের এখন লক্ষ্য ভালোভাবে সিরিজ শেষ করা। এজন্য সিরিজের শেষ ম্যাচে জয় পেতে চাই আমরা।’
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), খলিল আহমেদ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, বিজয় শঙ্কর ও শুভমান গিল।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, জেমস নিশাম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেইলর।
বাসস/এএমটি/১৩০০/স্বব