বাজিস-২ : খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা জারি

206

বাজিস-২
খুলনা-নিষেধাজ্ঞা
খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা জারি
খুলনা, ১ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : আগামীকাল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা-২০১৯। এ পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকাধীন ২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নি¤œবর্ণিত কতিপয় আদেশ জারি করেছেন।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-সস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কেউ কোন প্রকার লাউড স্পিকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, কেএমপি এলাকায় এবারে মোট ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে খুলনা আলীয়া মাদ্রাসা, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও শিরোমনি আলিম মাদ্রাসা এ তিনটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপর ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও এসএসসি ভোকেশনার পরীক্ষা।
বাসস/সংবাদদাতা/১২৩৫/-মরপা