বাসস দেশ-২৩ : স্থগিত হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

171

বাসস দেশ-২৩
ভিটামিন-এ প্লাস
স্থগিত হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি
ঢাকা, ৩১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের নতুন তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্থগিত হওয়া এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশব্যাপি আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি ইতোমধ্যেই জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালকের কাছে এসে পৌঁছেছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এতথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, মূলত রাতকানা রোগ প্রতিরোধের জন্য ১৯৯৪ সাল থেকে দেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
গত ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ‘মান নিয়ে প্রশ্ন ওঠায়’ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে। এর আগে গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা, জাতীয় নির্বাচনসহ নানা কারণে তা পিছিয়ে যায়।
জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় প্রতি বছর দু’বার ৬-১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
এবার ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।
বাসস/সবি/এমএন/১৮৫০/এএএ