বাসস বিদেশ-৪ : দেশের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কাবুল সরকার

174

বাসস বিদেশ-৪
আফগানিস্তান-সংঘর্ষ
দেশের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কাবুল সরকার
ওয়াশিংটন, ৩১ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোর বিমান হামলা এবং তালেবানের সঙ্গে মার্কিন আলোচনা সত্ত্বেও কাবুল সরকার দেশটির বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে।
বৃহস্পতিবার মার্কিন সরকারের এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবানকে অবিলম্বে ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানতে বলা হয়েছে।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিশন রেসোল্যুট সাপোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবরে কাবুল সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে মাত্র ৬৩ দশমিক ৫ শতাংশ আফগান নাগরিক বাস করছে। আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ৬৫ দশমিক ২ শতাংশ।
যুক্তরাষ্ট্রের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকন্সট্রাকশন (এসআইজিএআর) জানায়, আফগানিস্তানের অঞ্চলগুলোতে কাবুলের নিয়ন্ত্রণ বা প্রভাব হ্রাস পেয়েছে।
তিনি তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেন।
এসআইজিএআর জানায়, আফগানিস্তানের ৪০৭টি জেলা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
আফগান বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, কাবুলের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের সংখ্যা এখনো হ্রাস পাচ্ছে।
এসআইজিএআর-এর প্রতিবেদনের জবাবে পেন্টাগন জানায়, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সুবিধাজনক শর্তের ভিত্তিতে আফগান যুদ্ধের ইতি টানাই এখন প্রধান লক্ষ্য।
কর্মকর্তারা তালেবান ও মার্কিন বিশেষ দূত জালমাই খালিলজাদের মধ্যে চলমান বৈঠকের কথা তুলে ধরেন।
তিনি এই সপ্তাহে শান্তি চুক্তির রূপরেখা তৈরি করেন।
বাসস/কেএআর/১৩০০/-জুনা