বাসস দেশ-২৪ : সিনিয়র সচিব হলেন আরও ৫ জন

153

বাসস দেশ-২৪
পদোন্নতি-সিনিয়র সচিব
সিনিয়র সচিব হলেন আরও ৫ জন
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচজন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে সরকার। তাদেরকে আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম জুয়েনা আজিজকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের (সচিব) মুহাম্মদ দিলোওয়ার বখ্ত।
অন্যদিকে দুদকের সচিব মো. শামসুল আরেফিনকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।
বাসস/বিকেডি/১৮২০/এমকে