বাসস ক্রীড়া-১২ : পিয়াটেকের জোড়া গোলে নেপোলিকে হারিয়ে কোপা সেমি-ফাইনালে মিলান

155

বাসস ক্রীড়া-১২
ফুটবল-কোপা ইতালিয়া-মিলান-নেপোলি
পিয়াটেকের জোড়া গোলে নেপোলিকে হারিয়ে কোপা সেমি-ফাইনালে মিলান
মিলান, ৩০ জানুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : ক্রিস্টফ পিয়াটেকের জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়ে কোপা ইতালীয়া ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছে এসি মিলান। মঙ্গলবার সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচ শেষে পিয়াটেক বলেন ‘সবে মাত্র শুরু’।
জেনোয়া থেকে গঞ্জলো হিগুয়েইনের বদলি গত সপ্তাহে হিসেবে মিলানে যোগ দিয়েছেন তিনি। ম্যাচের ১১ মিনিটে গোল করে মিলানকে এগিয়ে দেন পিয়াটেক। একক নৈপুণ্য দিয়ে ম্যাচের বয়স আধা ঘন্টায় পৌঁছানোর সময় ফের গোল করে দ্বিগুন ব্যবধানে দলকে পৌঁছে দেন তিনি।
এই নিয়ে চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মত নেপোলিকে মৌসুমের শিরোপা স্বপ্ন থেকে ছিটকে দিয়েছে মিলান। গত শনিবার তাদের সঙ্গে গোল শূন্য ড্র করায় সিরি এ লীগে শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
খেলা শেষে পিয়াটেক মিলান টিভিকে বলেন, ‘আমি এমন একটি রাতের প্রত্যাশায় ছিলাম। আগেই বলেছিলাম আমি প্রস্তুত আছি। আমি একাধিক গোল করেছি। তবে এটি সূচনা মাত্র। দু’টি গোলই ছিল অসাধারণ। যদিও প্রতিপক্ষ দলটি ছিল আলাদা। আর আমি দারুণ স্বস্তিবোধ করছি। সানসিরোতে খেলাটি ছিল অসাধারণ।’
এখন সেমি-ফাইনালে ৫ বারের চ্যাম্পিয়ন এসি মিলান তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান অথবা ল্যাৎসিওর মোকাবেলা করবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৫/স্বব