বাসস দেশ-৩২ : স্বাস্থ্য সেবা সম্পর্কিত ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

308

বাসস দেশ-৩২
কর্মশালা- স্ট্রোক
স্বাস্থ্য সেবা সম্পর্কিত ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সরকারের স্বাস্থ্যসেবা সম্পর্কিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি বেসরকারি হাসপাতালের সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
আজ রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এ্যান্ড হসপিটালে অনুষ্ঠিত ‘থ্রম্বলাইসিস ইন এ্যাকুউট স্ট্রোক’ শীর্ষক কর্মশালায় এ গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়িত হলে বাংলাদেশের জনসাধারণের চিকিৎসা সেবা নিয়ে আর ভাবতে হবে না। দেশের সকল শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অতি জরুরি।
তিনি বলেন, রোগীর সেবা নিশ্চিত করতে রোগ ও রোগী ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই ব্যবস্থাপনার প্রধান হলেন একজন চিকিৎসক। একজন চিকিৎসক সংশ্লিষ্ট টিম মেম্বারদের নিয়ে রোগীর সেবা করবেন। এই টিমের কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তবে পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। টিম লিডার হিসেবে একজন চিকিৎসকেই সবচেয়ে বেশী সংবেদনশীল হতে হবে। রোগী ও রোগীদের স্বজনদের সাথে ভাল আচারণের পাশাপাশি নিয়মিত কাউন্সিলিং করতে হবে।
কর্মশালায় এ মেডিকেল কলেজের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মালেক মৃধা, চিফ অপারেটিং অফিসার (সিওও) নিউরোলজি বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, বিএসএমএমইউ এর নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুল সবুজ থ্রম্বলাইসিস ইন এ্যাকুউট স্ট্রোক এর ওপর বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেফতাউল জান্নাত।
বাসস/সবি/এমআর/২০৪০/- জেজেড