বাসস দেশ-৩৫ : চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিতে হাইকোর্ট আদেশ

301

বাসস দেশ-৩৫
হাইকোর্ট-আদেশ
চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিতে হাইকোর্ট আদেশ
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : আগামীকাল ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আবেদনকারী পক্ষে আইনজীবী এডভোকেট মো. অজি উল্লাহ জানিয়েছেন, এ স্থগিতাদেশের ফলে আগামীকাল বুধবার নির্বাচন হচ্ছে না।
এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে গত ১৫ জানুয়ারি নি¤œ আদালতে মামলা করেন সাংবাদিক হাসান ফেরদৌস। পরদিন ১৬ জানুয়ারি প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে অপর একটি আবেদন করেন তিনি। কিন্তু বিচারিক আদালত নির্বাচনের ওপর কোনো স্থগিতাদেশ না দিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনটির ওপর শুনানির দিন ধার্য করেন। এরপর গত ২৭ জানুয়ারি মামলার বাদী হাইকোর্টে একটি সিভিল রিভিশন দায়ের করেন। এই আবেদনের শুনানি নিয়ে আজ নির্বাচন স্থগিতে আদেশ দেয় হাইকোর্ট। আদেশে বলা হয়, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। ফলে আগামীকাল নির্ধারিত দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
বাসস/এএসজি/ডিএ/২০৩০/এএএ