বাসস ক্রীড়া-২১ : রংপুরের বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ১৪১ রান

318

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-বিপিএল
রংপুরের বিপক্ষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ১৪১ রান
চট্টগ্রাম, ২৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৩৬তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করেছে রাজশাহী কিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। ব্যাট হাতে নেমে রংপুরের বোলারদের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে যায় রাজশাহী। ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা।
তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার ও ইংল্যান্ডের লরি ইভান্স। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সৌম্য ১৪ ও ইভান্স ৩৫ রানে থামেন।
এরপর শেষের দিকে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ১৬, ফজলে মাহমুদ ১৮ ও কায়েস আহমেদ ২২ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার পুুঁজি এনে দেন। রংপুরের ফরহাদ রেজা শিকার করেন ৩ উইকেট
সংক্ষিপ্ত স্কোর :
রাজশাহী কিংস : ১৪১/৮, ২০ ওভার (ইভান্স ৩৫, কাইস ২২, ফরহাদ ৩/৩০)।
বাসস/এএমটি/২০৩৫/স্বব