বাসস দেশ-৩১ : বুড়িগঙ্গার তীরে ৭ ও ৫ তলা ভবনসহ প্রায় ১০টি অবৈধ ভবন উচ্ছেদ

284

বাসস দেশ-৩১
বিআইডব্লিউটিএ-অভিযান
বুড়িগঙ্গার তীরে ৭ ও ৫ তলা ভবনসহ প্রায় ১০টি অবৈধ ভবন উচ্ছেদ
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ উচ্ছেদ অভিযান চালিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীচরের খোলামোড়া এলাকায় একটি ৭ তলা ও একটি ৫ তলা ভবনসহ প্রায় ১০টি অবৈধ ভবন উচ্ছেদ করেছে।
এছাড়া উচ্ছেদ অভিযানে ১৫টি আধাপাকা ভবন ২০টি টং ঘর উচ্ছেদ করা হয়।
নদী দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রনাধীন বুড়িগঙ্গা নদীর তীরে এ উচ্ছেদ অভিযান প্রাথমিকভাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হবে।
অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এবং যুগ্ম-পরিচালক এ কে এম আরিফউদ্দিনের।
বাসস/সবি/এফএইচ/২০১৫/এএএ