বাসস দেশ-৩০ : সোনালী ব্যাংকের কর্মকর্তা সাইফুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

307

বাসস দেশ-৩০
দুদক-মামলা
সোনালী ব্যাংকের কর্মকর্তা সাইফুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা, ২৯ জানুয়ারি ২০১৯ (বাসস) : সোনালী ব্যাংক লিমিটেডের বরখাস্তকৃত এজিএম মো. সাইফুল হাসানসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ একটি মামলা দায়ের করেছে।
তাদের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ (ডিএমপি) থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোছা. সেলিনা আখতার মনি মামলাটি দায়ের করেন।
২০০৮ থেকে ২০১২ পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজসে মিথ্যা ও প্রতারণার আশ্রয়ে ক্ষমতার অপব্যবহারপূর্বক ভুয়া রেকর্ডপত্র সৃজন করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড হাজারীবাগ শাখার মাধ্যমে ১ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলার অপর আসামিরা হলেন মেসার্স ভেনারেবল এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দীন সেলিম, ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীবন রায়, মেসার্স ড্রেস মি ফ্যাশন লিমিটেডের পরিচালক মো. তসলিম হাসান, এমডি মো. তাওহীদ হোসান ও চেয়ারম্যান জিনাত ফাতেমা।
বাসস/সবি/এফএইচ/২০১০/জেজেড