ব্রিটিশ পার্লামেন্টে ‘বেবী লীভ প্রক্সি ভোট’ অনুমোদিত

443

লন্ডন, ২৯ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : প্রায় এক বছর ধরে আলোচনার পর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবী লিভ প্রক্সি ভোট’ অনুমোদন করেছে। খবর এএফপি’র।
আইন প্রণেতাগণ এ বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালান, তবে ব্রেক্সিট ইস্যুতে ভোট দেয়ার জন্য তাদের এক সদস্য নির্ধারিত সিজারিয়ান অপারেশন স্থগিতের সিদ্ধান্ত নিলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পার্লামেন্টের ওই সদস্য টিউলিপ সিদ্দিক চলতি মাসের গোড়ার দিকে ভোটে শরিক হওয়ার জন্যে তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। প্রক্সিভোট সংসদে অনুমোদিত হওয়ার পর মঙ্গলবার তিনি বলেন, ‘আমার মনে হয় আমি প্রথম এম পি যে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাচ্ছি।’