বাসস ক্রীড়া-১৯ : জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

154

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯
জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
কক্সবাজার, ২৯ জানুয়ারি ২০১৯ (বাসস) : জয় দিয়ে ইংল্যান্ডের (অ-১৯)বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপক্ষে বড় স্কোর গড়তে পারেনি ইংলিশরা। ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২০৯ রান করে তারা। ৯৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন লুইস গোল্ডওর্দি। এছাড়া লুক হলম্যান অপরাজিত ৩৫, জর্জ হিল ৩০ ও বেন চার্লসওর্র্থ ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ৪৭ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়া দুটি রাকিবুল ও একটি উইকেট নেন আশরাফুল ইসলাম।
জবাবে পারভেজ হোসেন ইমনের ৮০ ও ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের ৪৮ রানের সুবাদে ২৬ বল বাকী রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ইমনের ১২১ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা ছিলো। ৫৬ বল মোকাবেলা করে ৬টি চারে নিজের ইনিংসটি সাজান নাবিল। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইমন।
৩১ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।
বাসস/এএমটি/১৯১৫/মোজা/স্বব