বাসস ক্রীড়া-১৮ : ২০২০ নারী টি-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

145

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-টি-২০-মহিলা
২০২০ নারী টি-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত
দুবাই, ২৯ জানুয়ারি ২০১৯ (বাসস) : পুরুষদের মত আজ অনুষ্ঠিত হলো ২০২০ নারী টি-২০ বিশ্বকাপের ড্র। পুরুষদের মত নারীদের আসরও অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। তবে আগে শুরু হবে নারীদের বিশ্বকাপ। নারীদের বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি। শেষ হবে ৮ মার্চ।
মূল পর্বের মত বাছাই পর্ব রয়েছে নারীদের ফরম্যাটে। তবে বাছাই পর্ব থেকে দুই গ্রুপের শীর্ষ দু’টি দল সুযোগ পাবে মূল পর্বে। ফলে মোট ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব। র‌্যাংকিং-এর শীর্ষ দল সরাসরি খেলবে মূল পর্বে।
মূল পর্বের গ্রুপ এ’তে আছেÑ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলংকা। গ্রুপ বি’তে আছে- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। বাছাই পর্বে দুই গ্রুপের শীর্ষ দু’টি দল টিকিট পাবে মূল পর্বে খেলার।
নারীদের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব :
গ্রুপ এ : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলংকা, কোয়ালিফায়ার-১।
গ্রুপ বি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, কোয়ালিফায়ার-২।
সেমিফাইনাল : মার্চ-৫।
ফাইনাল : মার্চ-৮।
বাসস/এএমটি/১৯১০/মোজা/স্বব