২০২০ সালের টি-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত; বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে

187

দুবাই, ২৯ জানুয়ারি ২০১৯ (বাসস) : আজ অনুষ্ঠিত হলো ২০২০ সালে টি-২০ বিশ্বকাপের ড্র। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে এবার সরাসরি খেরতে পারছে না বাংলাদেশ। মূল পর্বে খেলতে হলে বাছাই পর্ব উন্নীত হতে হবে বাংলাদেশকে। পুরুষদের র‌্যাংকিং-এ শীর্ষ আট দলে না থাকাতেই বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। বাছাই পর্ব খেলবে শ্রীলংকাও।
শীর্ষ আট সরাসরি খেলবে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে। বাকী আট দল খেলবে বাছাই পর্ব। বাছাই পর্বের দুই গ্রুপের শীর্ষ চার দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
মূল পর্বের গ্রুপ ১-এ আছে- অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড। গ্রুপ ২-এ আছে- ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান।
১৮-২৪ অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। বাছাই পর্ব শেষে মূল পর্ব শুরু হবে ২৪ অক্টোবর। ১৫ নভেম্বর মেলবোর্ন ক্রিটে গ্রাউন্ডে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। মূল ও বাছাই পর্ব মিলিয়ে ১৬ দলের মোট ৪৫টি ম্যাচ সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯, ২১ ও ২৩ অক্টোবর।
পুরুষদের গ্রুপ পর্ব :
গ্রুপ ১ : অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, কোয়ালিফায়ার- ১ ও ২।
গ্রুপ ২ : ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কোয়ালিফায়ার- ১ ও ২।
সূচি (মূল পর্ব বা সুপার ১২)
২৪ অক্টোবর:
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পার্থ স্টেডিয়াম, পার্থ
২৫ অক্টোবর:
বাছাইপর্ব থেকে উন্নীত এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম বি’ গ্রুপ রানার আপ, হোবার্ট
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মেলবোর্ন
২৬ অক্টোবর”
আফগানিস্তান বনাম এ-২,পার্থ
ইংল্যান্ড বনাম বি-১, পার্থ
২৭ অক্টোবর:
নিউজিল্যান্ড বনাম বি-২, হোবার্ট
২৮ অওেক্টাবর: আফগানিস্তান বনাম বি-১, পার্থ
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, পার্থ
২৯ অক্টোবর:
পাকিস্তান বনাম এ-১, সিডনি
ভারত বনাম এ-২, মেলবোর্ন
৩০ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সিডনি
ও:ইন্ডিজ বনাম বি-২, পার্থ
৩১ অক্টোবর:
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ব্রিজবেন
অস্ট্রেলিয়া বনাম এ-১, ব্রিজবেন
১ নভেম্বর:
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, এডিলেড
ভারত বনাম ইংল্যান্ড, মেলবোর্ন
২ নভেম্বর:
এ-২ বনাম বি-১, সিডনি
নিউজিল্যান্ড বনাম এ-১, ব্রিজবেন
৩ নভেম্বর:
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, এডিলেড
অস্ট্রেলিয়া বনাম বি-২, ইেডলেড
৪ নভেম্বর:
ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ব্রিজবেন
৫ নভেম্বর:
দ: আফ্রিকা বনাম এ-২, এডিলেড
ভারত বনাম বি-১, এডিলেড
৬ নভেম্বর:
পাকিস্তান বনাম বি-২, মেলবোর্ন
অস্ট্রেলিয়া বনাম নিউজির‌্যান্ড, মেলবোর্ন
৭ নভেম্বর:
ইংল্যান্ড বনাম এ-২, এডিলেড
ও:ইন্ডিজ বনাম এ-১, মেলবোর্ন
৮ নভেম্বর: দ:আফ্রিকা বনাম বি-১, সিডনি
ভারত বনাম আফগানিস্তান, সিডনি
ভারত বনাম আফগানিস্তান, সিডনি
সেমিফাইনাল:
১১ নভেম্বর, সিডনি
১২ নভেম্বর, এডিলেড
ফাইনাল:
১২ নভেম্বর, ২০২০, মেলবোর্ন।