বাসস দেশ-২৬ : প্রবাসীদের কল্যাণে ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধ পরিকর: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

149

বাসস দেশ-২৬
ইমরান-মতবিনিময়
প্রবাসীদের কল্যাণে ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধ পরিকর: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসীদের কল্যাণে ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধ পরিকর।
আজ সোমবার বিকালে ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নন রেসিডেন্স বাংলাদেশী সিআইপিদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রেমিটেন্স বৃদ্ধিতে উদ্যোগী হতে কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে ইমরান আহমেদ বলেন, যারা কষ্ট করে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তাদের কল্যাণে ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধ পরিকর। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রবাসীরাই বিদেশের মাটিতে দেশের মর্যাদা রক্ষায় কাজ করছেন। তাই দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
সভায় এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মো. মাহতাবুর রহমান, সহসভাপতি এম এ রহিম, তাতাইমা কবীর, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আশরাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৮৩০/কেজিএ