বাসস দেশ-২২ : সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী প্রচার ও গুজব ছড়ানো অভিযোগে ছয়জন আটক

117

বাসস দেশ-২২
রাষ্ট্রবিরোধী প্রচারণা-আটক
সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী প্রচার ও গুজব ছড়ানো অভিযোগে ছয়জন আটক
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচার ও জাতীয় নেতাদের নামে অবমাননাকর তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে আটক করেছে এলিট ফোর্স (র‌্যাব)। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃতরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচার ও জাতীয় নেতাদের নামে বিভ্রান্তিকর তথ্য চড়াচ্ছিলো। আটককৃতদের যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮১৫/কেজিএ