বাসস দেশ-৩ : বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ নির্ঝর’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

157

বাসস দেশ-৩
বাংলাদেশ-নির্ঝর
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ নির্ঝর’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ নির্ঝর’র ঢাকা সেনানিবাসে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিশেষ অতিথি ছিলেন সারাহনাজ কমলিকা জামান। অনুষ্ঠান উপভোগের পর প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতার সমাপনী দিনে কলেজের খেলার মাঠ পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভাষা শহিদ আবুল বরকত হাউস এবং রানার্স আপ হয় ভাষা শহিদ আব্দুস সালাম হাউস।
সমাপনী দিনে নিয়মিত ক্রীড়া অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মো: মোকসেদ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এমএমবি/১৩৫৫/-আসচৌ